আজ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষার মানদন্ডে মাহেদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়

মোঃ সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ
বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান মাহেদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। এটি মূলত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার্ট ইউনিয়নে অবস্থিত। ১৯৬৩ সালে তিনজন শিক্ষার্থী নিয়ে প্রথম যাত্রা শুরু করে এ প্রতিষ্ঠানটি।

সূচনালঘ্ন থেকেই এ বিদ্যালয়টি শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, বিনোদন ও খেলাধুলায় সবচেয়ে এগিয়ে।

নিয়মিত পাঠদান, সুশৃঙ্খল পরিবেশ ও মানসম্মত পড়াশোনার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মাহবুবুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়।

অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, , ম্যানেজিং কমিটি, অভিভাবক ও এলাকাবাসীসহ সকলের আন্তরিকতায় এগিয়ে যাচ্ছে ভাল অবস্থানে। বরাবরই এসএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট করছে শিক্ষার্থীরা। ধারাবাহিকতায় ২০২৩ সালে ২২ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিল, তা ২০২৪ সালেও জিপিএ ফাইভ পেয়েছে ২২ জন। সন্তোষজনক ফলাফল আর শিক্ষার পরিবেশ দেখে অভিভাবকদের আগ্রহের যেন শেষ নেই । তবে শ্রেণি কক্ষের অভাবে বেশি ছাত্র ভর্তি নিতে পারছে না প্রতিষ্ঠানটি।
এই স্কুলের যেমন পড়ালেখার মান তেমনি খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, প্রতিষ্ঠান অঙ্গন পরিস্কার পরিচ্ছন্ন রাখা কোন কিছুতে কোন কমতি নেই।
প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম সজল ১৫ জন শিক্ষক নিয়ে শিক্ষার মানদন্ডে অবস্থান করছেন। শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে সম্পর্কের এক সেতু বন্ধন তৈরি হয়েছে ফলে সবার মাঝে আন্তরিকতার কমতি না থাকায় পড়ালেখার মান ক্রমশই উন্নতির সিঁড়ি বেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
খেলাধুলায় ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে পা রাখতে সক্ষম হয়েছে স্কুলের শিক্ষার্থীরা।

এ যেন জ্ঞানের আলো ছড়ান সবার ভালবাসার একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com