জাকির হোসেন সনি,
গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘ বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা ‘ শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১১ জুলাই) সকাল ১১ টায় উপজেলার রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন আলিম, রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মুর্শেদ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন।
অনুষ্টানে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর ৩০ জন ছাত্রীকে একটি করে বাইসাইকেল, মাধ্যমিক পর্যায়ে ২২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৬০০০ টাকা করে ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১০০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৯৫০০ টাকা করে প্রদান করা হয়।
Leave a Reply