বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আলম:
হাসিনা সরকার পতন এবং অন্তবর্তী কালীন সরকারের রাস্ট্র পরিচালনাকালীন সময়ে আইন শৃঙ্খলার উন্নতি এবং এলাকায় শান্তি রক্ষার লক্ষ্যে আজ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডস্থ কাচাবাজারে আলোচনা সভা করেছে ২ নং ওয়ার্ড বিএনপি। এলাকার গন্য মান্য ব্যাক্তি এবং সর্বস্তরের জনসাধারনের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর সদরের কাচা বাজার তথা চাটাই হাটায় এ সভার নেতৃত্ব প্রদান কারী ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী তার বক্তব্যে বলেন, আমি আমার বাবার রাজনিতিকে অনুসরন করে শুরু থেকেই বি এন পির রাজনিতি করে আসছি। আমার বাবা মরহুম শেখ আক্কাস আলী বোয়ালমারী উপজেলা বি এন পির কর্নধর ছিলেন, তিনিই বি এনপিকে সংগঠতি করে গেছেন। বাবার দেখানো পথে হাটতে গিয়ে কখোনো প্রতিহিংসার রাজনিতি করিনি। সরকার পতনের পর ছাত্রলীগ সভাপতির বাড়িতে অতি উৎসাহীরা হামলা করতে গেলে আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হামলা হতে দেইনি, আমিই বাধা দিয়েছি। শহরের বিভিন্ন স্থানে দাড়িয়ে থেকে সংঘাত হতে দেইনি। তবে পতনের পরেও এই আওয়ামী লীগ বসে নেই, এরা জালাও পোড়াও করছেই। আওয়ামী লীগের ১৬ বছরের অর্জন খুব একটা ভাল অর্জন নয় বলেই দেশ ছেড়ে পালিয়েছে তারা।
সারাদেশে যাই ঘটুক আমরা বোয়ালমারীর বি এন পি শৃঙ্খলাবদ্ধ থাকবো এই আশা করি।
ইচ্ছা করলে প্রতিহিংসায় অনেকের নামে মামলা করতে পারি তবে তা করিনি, করবোও না।
বোয়ালমারী বি এন পির প্রতিষ্ঠাতার ছেলে আমি, তবুও অন্যায়ভাবে বি এন পি থেকে কোন সুবিধা নেইনি। আওয়ামীলীগের আমলে আমার মেজোভাইকে মামলায় জর্জরিত করা হয়েছে। হামলা মামলার হুমকি দিয়েও আমাদেরকে নিতিভ্রষ্ট করা যায়নি। বর্তমানে উপজেলা বি এনপি দুই গ্রুপে বিভক্ত। আমি কোন গ্রুপিং চাইনা, যারা গ্রুপিং করে বি এনপির বদনাম করতে চায় আমি তাদের সাথে নেই। প্রয়োজনে নিজের নেতৃত্বে চলতে চাই, এলাকার যত হিন্দু ভাইয়েরা আছেন সংখ্যালঘু নির্যাতনের কথা উঠিয়ে আপনাদের মাঝে আতঙ্ক ছড়ানো হচ্ছে, আপনারা নিশ্চিন্তে থাকুন, কেউ আপনাদের ক্ষতি করার চেষ্টা করলে ছাড় দেয়া হবেনা। বি এন পি সব সময় আপনাদের পাশে ছিলো এবং আছে। উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড বি এনপি সভাপতি মতিয়ার রহমান,
পৌর বি এন পি নেতা শামসুর রাহমান, আঃসোবহান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আজিজুল হক সহ এলাকার সর্বস্তরের জনসাধারন।
Leave a Reply