আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যার্তদের পাশে “কাশিয়ানী উলামা ঐক্য পরিষদ”

বাহাউদ্দীন তালুকদার :
ভারত থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের ১১ জেলায় ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬ লাখেরও বেশি মানুষ। বন্যাকবলিত সেসব এলাকায় ত্রাণ সহায়তা ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সকল আলেমদের নিয়ে পরিচালিত সংগঠন “কাশিয়ানী উলামা ঐক্য পরিষদ”।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ২৪) দুপুরে নোয়াখালীর চাটখিলের বিভিন্ন দুর্গত এলকায় বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে ত্রাণ সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। দীর্ঘ এক সপ্তাহ অর্থ সংগ্রহ করেন কাশিয়ানী উলামা ঐক্য পরিষদের সকল সদস্য। এ কার্যক্রমে বিষেশ ভুমিকা পালন করেন কাশিয়ানী উলামা ঐক্য পরিষদের মাও. আঃ করিম। প্রতিটি প্যাকেজে যা আছে। ১.চাউল= ৮ কেজী, ২.আটা= ৩ কেজী, ৩.আলু= ২ কেজী, ৪.ডাল =১ কেজী, ৫.তৈল= ১ লিটার, ৬.লবন= ৫০০গ্রাম, ৭.পিয়াজ=৫০০গ্রাম, ৮.পাউডার =৫০০গ্রাম, ৯.সুকনা মরিচ=১০০গ্রাম, ১০.স্লাইন=৩ পিছ, ১১.ন্যাপকিন=১ প্যাকেট, ১২.ঔষধ, ১৩.শিশুখাদ্য, ১৪.নগদ অর্থ।

এসময় উপস্থিত ছিলেন, মুফতি কুতুবউদ্দিন মাহমুদ, মুফতি ইমরান হুসাইন, মুফতি ইউসুফ হুসাইন, মামুন মোস্তফা, সোয়াইব মাসুদ, মাও. ফারুকুজ্জামান, মাও মাহদী হাসান সাঈদ, মাও.ইমদাদুল হক খান, মাও. মানসুরুল হক, মাও. মুস্তাফিজুর রহমান, মারুফ বিন সাঈদ প্রমুখ।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com