আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যার্থদের পাশে শার্শার ছাত্রসমাজ

 

এস এম আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার:
স্মরণ কালের ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট, সুনামগঞ্জ ও ফেনীসহ বিভিন্ন জেলা। খাদ্য ও পানি সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে বানবাসী মানুষের জীবন। এমন দুর্যোগপূর্ণ অবস্থায় তাদের পাশে ত্রাণ নিয়ে হাজির হয়েছে শার্শার বাগআঁচড়া, নাভারন ও শার্শার ছাত্রসমাজ।

এসময় নৌকাযোগে ফেনীর ছাগলনাইয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে ৭৯০ পরিবারের মধ্যে এ ত্রান সামগ্রী চাউল, চিড়া,মুড়ি,গুড়, চিনি, খেজুর, সাবান, সরিষা তেল,ওরস্যালাইন, পানি, বিস্কিট, পাউরুটিসহ ওষুধ পৌঁছে দেন তারা।

দীর্ঘ কয়েকদিন নিজেদের অর্থ দান, দলে দলে গোটা উপজেলার পথে প্রান্তে বক্স হাতে ডোনেশন তুলে একত্রিত করা সহ হাড়ভাঙা পরিশ্রম করে গেছেন ছাত্রজনতা। পুরোনো – নতুন পোশাক, ঔষধ, নগদ অর্থ সহ নানান ভাবে ছাত্রদের সহায়তায় এগিয়ে এসেছেন শার্শার বাগআঁচড়া,নাভারন ও শার্শার সর্বস্তরের জনগণ।

তাই ত্রান পৌছে দেওয়ার পূর্বে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রসমাজ। সকলের কাছে দোয়া ও প্রার্থনা করেছেন এই স্বেচ্ছাসেবী দলটি।

এসব সহায়তায় শুরু থেকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল রেজা মোল্লা, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রহমান,ইদ্রিস আলী পলাশ, সাইফুল ইসলাম রাকিব।

তারা জানান আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা এই মুহূর্তে খুবই জরুরি এবং এটা আমাদের দ্বায়িত্ব। আমরা সম্মিলিতভাবে এই মানবিক কাজগুলা করেছি এবং সবাইকে আহ্বান জানাই যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব যেন এগিয়ে আসে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com