আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাচোলে এ্যাডভোকেসী প্লাটফর্মের সমন্বয় সভা

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এ্যাডভোকেসী প্লাটফর্ম সমূহের সাতে প্রকল্প অংশগ্রহনকারীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও হেকস/ইপার এর সহযোগীতায় উপজেলা বিআরডিবি হল রুমে দিনব্যাপী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। নাচোল এ্যাডভোকেসী প্লাটফর্মের সভাপতি সাংবাদিক অলিউল হক ডলার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেগ্স/ইপার এর সিনিয়র পার্টনারসিপ কোঅর্ডিনেটর এএফএম রোকুনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেগ্স/ইপার এর টেকনিক্যাল অফিসার পাপন কুমার সরকার, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের টেকনিক্যাল অফিসার (অ্যাডভোকেসী) আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা অ্যাডভোকেসী প্লাটফর্মের সভাপতি এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, সদর উপজেলা অ্যাডভোকেসী প্লাটফর্মের সভাপতি মোস্তাক আহম্মেদ, নাচোল উপজেলা অ্যাডভোকেসী প্লাটফর্মের সাধারন সম্পাদক বিধান সিং, তানোর উপজেলা অ্যাডভোকেসী প্লাটফর্মের সভাপতি সোনিয়া আক্তারসহ রাজশাহী বিভাগের ৫জেলার ১৯টি অ্যাডভোকেসী প্লাটফর্মের সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত থেকে নিজ নিজ এলাকার সমতলের প্রান্তিক, দলিত ও আদিবাসী জনগনের অধিকার বাস্তবায়ন কিভাবে কাজ করছে তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া অ্যডভোকেসী প্লাটফর্ম দলিত ও সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকার বিষয়ে সচেতনা সৃষ্টি, নায্য অধিকারে প্রবেশগম্যতা তৈরীর লক্ষে সরকারী বেসরকরী বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সংলাপ, কার্যকর সম্পর্ক তৈরি, সমমনা সংগঠন ও নেটওয়ার্ক সমূহের সাথে যোগাযোগ, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের জন্য বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় ইস্যুভিত্তিক মানববন্ধন, সংবাদ সম্মেলন, ও জাতীয় পর্যায়ে নেটওয়ার্ক সমূহের সাথে যুক্ত হয়ে কাজ করা বিষয়ে আলোচনা হয়।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com