আজ ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গণঅভ্যুত্থানে গোমস্তাপুরের শহীদ তারেকের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আর্থিক অনুদান প্রদান বিএনপির

 

জাকির হোসেন সনি,
গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে গোমস্তাপুর উপজেলার একমাত্র শহীদ তারেকের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে গোমস্তাপুর উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা শাখার আয়োজনে শনিবার(০৫ অক্টোবর) বিকাল ৪ টা ৩০ মিনিটে উপজেলার চৌডালা ইউনিয়নে ইসলামপুর গোরস্থানে তারেকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন বিএনপি নেতা কর্মীরা।
পরে রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তোকির পরিচালনায় ও চৌডালা ইউনিয়নের বিএনপি নেতা মোস্তফার সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন,উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন,গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান সোহরাব রহনপুর পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক সাদিকুল ইসলাম,রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন,যুবনেতা সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ, পিয়ারুল,মাহবুব,তারিফসহ উপজেলা বিএনপির ও রহনপুর পৌর বিএনপির সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।পরে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন এবং তারেকের বাবার হাতে আর্থিক অনুদানের টাকা তুলে দেন উপস্থিত বিএনপির নেতারা।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com