আজ ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার নির্বাচনে আব্দুল ওয়াহেদের গণসংযোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলার মিনি পার্লামেন্ট খ্যাত ব্যবসায়ীদের সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২০২৬) নির্বাচনকে সামনে রেখে দিনরাত এক করে প্রচারণা চালাচ্ছেন আব্দুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল।

রবিবার সকালে প্রচারণায় অংশ নিয়ে গণসংযোগ করেন আব্দুল ওয়াহেদ। এদিন শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় ও ভোট প্রার্থনা করেন তিনি।

তবে জানান আগামী ২৩ নভেম্বরের নির্বাচনে বিজয়ী হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সকল উদ্যোগ নিবেন এবং ব্যবসায়ীরা যাতে কোন বাধা ছাড়াই  ব্যবসা করতে পারেন সে আশ্বাস দেন আব্দুল ওয়াহেদ।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন, পরিচালক খাইরুল ইসলাম, পরিচালক আব্দুল আওয়াল, মফিজ উদ্দিন, আরিফ উদ্দিন ইতি, নাজিবুর রহমান, শহিদুল ইসলাম শহিদ, বাহরাম আলী, শুকুরউদ্দিন, মনিরুল ইসলাম জাহাঙ্গীর কবির, আব্দুল বারেক, নুর আমিন, দেলোয়ার হোসেন ও উজায়ের হোসেন তপন প্রমূখ।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com