আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাগআঁচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

 

এস এম আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার:

যশোরের শার্শার বাগআঁচড়ায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার(৭ নভেম্বর) বিকালে দিবসটি উপলক্ষে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি নেতা মোনায়েম হোসেনের সভাপতিত্বে ও শার্শা উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহব্বায়ক জাহাঙ্গীর হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি সদস্য ও কায়াবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হোসেন।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দীন,শার্শা উপজেলা বিএনপির সদস্য ও কায়বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহারিয়ার হোসেন মুকুল,ওলিয়ার রহমান,বিএনপির নেতা রফিকুল ইসলাম সন্তুু,মিকাইল হোসেন মনা,সেচ্ছা সেবক দলের সাবেক সদস্যসচিব সেলিম হোসেন আশা,যুগ্ন আহ্বায়ক তৌহিদ হোসেন,যুবদলের যুগ্ন আহব্বায়ক সোহাগ ও কবির হোসেন,কায়বা ইউনিয়ন বিএনপি নেতা প্রভাষক আলমগীর কবির, প্রভাষক হুমায়ন কবির,আব্দুল মান্নান সহ বিএনপি যুবদল, ছাত্রদল,কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে শার্শা উপজেলা বিএনপির সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের
নেতৃত্বে একটি র‍্যালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com