আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চরডাঙ্গায় গরুতে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ।

 

শহিদুল ইসলাম
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় চরডাঙ্গা গ্রামে, গরুতে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে।
একই গ্রামের ২ পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সংঘর্ষে নারীসহ দুই পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের বাসিন্দা আরিফ শেখ, গত দুই সপ্তাহ আগে তার নিজ বাড়ির পাশে ধানের বীজ তলা দেয়।
সোমবার দুপুরে প্রতিবেশী জামাল মোল্যার, গরুতে গিয়ে ধানের চারা খায়। পরবর্তীতে বিষয়টি নিয়ে আরিফ শেখের সঙ্গে, প্রতিবেশী জামাল মোল্যার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ দুই পক্ষের ৬ জন আহত হয়। এ ঘটনায় জামাল মোল্যার পরিবারের লোকজন, আরিফ শেখের বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়।

আহতদের মধ্যে আরিফ শেখ (৩০) নামে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত জামাল মোল্যা (৩৬) নামে অপর একজনকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া আহত আরিফ শেখের মা চম্পা বেগম (৫০), ভাই তারিকুল শেখ (২৭),
জামাল মোল্যার ছেলে সিফাত মোল্যা (১৮) ও বোন আসমা বেগম (৪৩) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, এ ঘটনায় উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com