এস এম আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার:
যশোরের শার্শার বাগআঁচড়ায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগী গ্রামীণ দুস্থ পরিবারের মাঝে নভেম্বর মাসের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচির ৬৮১জন কার্ডধারীদের মাঝে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তদারকি কর্মকর্তা ও ট্যাগ অফিসার বাগআঁচড়া খাদ্য গুদামের পরিদর্শক আলতাফ হোসেন।
আলতাফ হোসেন জানান,খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বাগআঁচড়া ইউনিয়নে ১,২ ও ৩ নং ওয়ার্ড এর ৬৮১ জন কার্ডধারী রয়েছেন। তাদের মাঝে ১৫ টাকা কেজি দরে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সালমা চৌধুরী স্যারের উপস্থিতে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে নভেম্বর মাসের ৩০ কেজি (জনপ্রতি) বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন,শাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবু,মিকাইল হোসেন মনা,জামাল উদ্দীন,বিএনপি নেতা মোনায়েম হোসেন,রফিকুল ইসলাম স্বর্ণকার,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কবির হোসেন,সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply