নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় ও নাচোল সরকারী কলেজের উদ্যোগে ২০২৪সালে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্প্রতিবার দুপুর ২টায় নাচোল খুরশেদ মোল্লা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজনে বিদ্যালয়ে মিলনায়নে প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক হুমায়ন কবীর। এছাড়া শিক্ষকদের মধ্য বক্তব্য দেন সহকারী শিক্ষক আব্দুর রউফ, সংগীত শিক্ষক অলিউল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শাহানাজ খাতুন, তোহিদুল ইসলাম তুষার,আমিনুল ইসলাম, সুমন কুমার ভট্রাচার্য, সৈয়দা বনী ফারহানা ফেরদৌস এ্যানি, সেলিম রেজা, মোঃ নাসিম প্রমূখ। আলোচনা সভায় জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান আহত ও শহিদদের স্মরণে দোয়া পরিচালনা করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অপরদিকে, বেলা ১১টায় নাচোল সরকারী কলেজের উদ্যোগে কলেজ হল রুমে অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচানাসভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনাসভায় উপস্থিত ছিলেন প্রভাষক ড. অজত কুমার দাস, প্রভাষক শফিকুল আজিজুর রহমান, শহীদ কাজলসহ অন্যান্য বিভাগের প্রভাষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ। আলোচনা শেষে আন্দোলনে ঢাকায় আহত মেহেদী হাসানের পিতার হাতে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী তুলে দেন অধ্যক্ষ ও অন্যান্য প্রভাষকগণ।
Leave a Reply