আজ ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসকন নিষিদ্ধের দাবিতে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল।

 

শহিদুল ইসলাম
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায়, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাসহ, মসজিদ ভাঙচুরের প্রতিবাদ ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে, বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ রা ডিসেম্বর) সকাল ১০টা আলফাডাঙ্গা উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে, বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলে নিয়ে, দলে দলে সর্বস্তরের কয়েক হাজার মুসলিম জনতা সংগঠিত হয়।
পরে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ ধনিতে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করে।
এ সময় তারা ইসকন’কে ‘জঙ্গি সংগঠন’ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকে, বিক্ষোভ মিছিল শুরুর আগ মুহূর্তে পুরো এলাকাটি তৌহিদ জনতার জন স্রোতে একাকার হয়ে যায়। উপজেলার উলামা মাশায়েখ ও তৌহীদি জনতার ব্যানারে, বিক্ষোভ মিছিল টি আলফাডাঙ্গা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এক গণ জমায়েতে মিলিত হয়।
এ সময় ক্বওমী উলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা আহসানুল্লাহ’র পরিচালনায় বক্তব্য দেন, আলফাডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের এম, সি মাওলানা তামিম আহমেদ, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, উপজেলা আরাফাতের কল্যাণ সাথীর সভাপতি মাওলান আবুল বাশার, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি আশিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মুফতি ইবাদত হোসেন,
ইসলামি আন্দলোনের উপজেলা শাখার সভাপতি মুফতি ইকরাম হোসেন,
গোপালপুর ইউনিয়ন ক্বওমী উলামা পরিষদের সভাপতি মাওলানা আমিরুল ইসলামের, সঞ্চালনায় আরও বক্তব্য দেন, মাওলানা আজিজুল্লাহ, মাওলানা শোয়াইব হোসাইন, মাওলানা ইয়াছিন আলী, মাওলানা আলী আকবার, হাফেজ আল-আমিন, মাওলানা আবু মুসা, মুফতি ইলিয়াছ হোসাইন, মাওলানা আকিদুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক ও হাফেজ মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।

এ কর্মসূচিতে বক্তারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন। তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তারা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আইনজীবী আলিফকে নির্মমভাবে হত্যা করেছে।
মসজিদে ভাঙচুর চালিয়েছে, ইসকন নামের জঙ্গি সংগঠন।
চট্টগ্রামে হামলায় নিহত আইনজীবী আলিফের, হত্যার দ্রুত বিচার না হলে কঠোর আন্দোলনের যাওয়ার হুশিয়ারী দেন বক্তারা।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com