আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফরিদপুরে রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবক দিবস পালিত

 

শহিদুল ইসলাম
আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধি,

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দিবস’২০২৪ পালন করেছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক ইউনিট।

বর্ণাঢ্য নানা আয়োজনে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক দিবসে” ৭টি মূলনীতি ও মানব সেবা মূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়,, মানবতার ফেরিওয়ালা,,

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফরিদপুরের জেলা ইউনিট থেকে,জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে,, দিবসের কর্মসূচী শুরু হয়।
পরে বর্ণাঢ্য বিশাল এক র‍্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, কবি জসীমউদ্দীন হলের সামনে গিয়ে তা শেষ হয়। এবং কবি জসীমউদ্দীন হলের অডিটরিয়ামে আলোচনা সভার, আয়োজন করে সংগঠনটি ।
এ সময় সৈয়দ জুলফিকুর রহমান (জুয়েল)এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জেন্ট প্রতিনিধি , ডা: আলামিন সানোয়ার, স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,
প্রতিটি দুর্যোগে কর্মী ও স্বেচ্ছাসেবকরা আর্ত মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। যা সোসাইটিকে আরো গতিশীল করবে।
মানবতাকে বাঁচিয়ে রাখতে, এই সংগঠন আরো অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।”
এসময় আর ও বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা স্কুলের শিক্ষক, মোহাম্মদ মোজাম্মেল হোসেন, ইউনিট লেভেল অফিসার পাভেল রহমান, প্রশাসন বিভাগের ফরহান হোসেন, যুব প্রধান আমিনুল ইসলাম (হৃদয়) প্রমুখ।

আলোচনায়, শিক্ষা প্রতিষ্ঠানে সহ-শিক্ষা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উক্ত আলোচনা সভায় অংশ গ্রহণকারীদের যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
সোসাইটির জেলা ও উপজেলার, প্রায় তিন শতাধিক যুব স্বেচ্ছাসেবক এতে অংশ গ্রহণ করেন।
এর আগে অতিথি দেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অতি আনন্দ উল্লাসের,সঙ্গে ফরিদপুর জেলা ইউনিট, উদযাপন করেছে দিবসটি।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com