শহিদুল ইসলাম
আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরের আলফাডাঙ্গায় আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভার,প্রধান অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর রশীদ বলেন, পুলিশের কাজে সহযোগিতা করলে এলাকার আইনশৃঙ্খলা ভালো থাকবে। আপনারা মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। এ উপজেলার দৃশ্যপট পরিবর্তন হবে।রোববার (৮ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, গোপালপুর বাজার বণিক সমিতি ও ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর রশীদ।
এ সময় আরো বক্তব্য দেন, বিশিষ্ট সমাজসেবক মোনায়েম খান, গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি খান আমিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান, বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, এ উপজেলার সামাজিক নিরাপত্তা জোরদার, মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, জুয়াসহ নানা অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। এই আলোচনা সভায়, ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
Leave a Reply