শহিদুল ইসলাম
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
৯ ডিসেম্বর, সোমবার বেগম রোকেয়া দিবস,এ দিবস বাংলাদেশে সরকারিভাবে পালিত একটি জাতীয় দিবস। বাঙালি লেখক, শিক্ষাবিদ, বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করে, তার জন্ম ও মৃত্যুদিন (৯ ডিসেম্বর) “রোকেয়া দিবস” হিসেবে পালন করা হয়।
সরকারের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রশাসনিক দপ্তরে দিবসটি উদ্যাপন করা হয়। এই দিন বাংলাদেশ সরকার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের, বেগম রোকেয়া পদক প্রদান করে।
যা “জয়িতা” সম্মাননা হিসেবে পরিচিত।
“জয়িতা” এখানে বিজয়ী নারীর প্রতিকী নাম, জয়িতা উদ্যোগের ক্ষেত্রে নারীর বিজয়ের স্বপ্ন দেখেন।
সে বিবেচনায় নারীমুক্তির একটি মহৎ স্বপ্নের নামও জয়িতা। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের আলফাডাঙ্গায় পালিত হয়েছে, বেগম রোকেয়া দিবস,ও জয়িতা নারীদের সম্মাননা অনুষ্ঠান।
মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা হক সনিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা একেএম রাহানুর রহমান,
এ সময় আরো বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ভবেন বাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার
মো: মোজাম্মেল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর , উপজেলা ক্যাবের সভাপতি কবির হোসেন প্রমুখ।
পরে চারজন জয়িতা নারীকে বেগম রোকেয়া সম্মাননা ক্রেস প্রদান করা হয়।
Leave a Reply