শহিদুল ইসলাম
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায়,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে,তিন দিনব্যাপী রেড ক্রিসেন্ট উপজেলা দলের মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ প্রশিক্ষণে ৪০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করে।
বুধবার ১১ ডিসেম্বর সকাল ১০ টায়, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফরিদপুর জেলা ইউনিট এ প্রশিক্ষণের আয়োজন করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার বাইজিদ খান এর প্রতিনিধি,জনাব কামরুল ইসলাম। বিশেষ অতিথি, উপজেলা একাডেমি সুপারভাইজার আশরাফুজ্জামান। আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যুব প্রধান আমিনুল ইসলাম হৃদয়, প্রশিক্ষক সামিউর রহমান জোহান,ও দুলাল হাসান ঠাকুর, সিনিয়র RCY ঢাকা ইউনিটের নয়ন হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের আসন গ্রহণের পরে, ফুল এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রশিক্ষণ চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
Leave a Reply