আজ ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাচোলে জোড়া খুনের ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

অলিউল হক ডলার, নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জোড়া খুনের ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার স্বজন ও এলাকাবাসীর আয়োজনে খোলসী বাজারে থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল মল্লিকপুর মোল্লা ফিলিং স্টেশন এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত মানববন্ধন ও অবরোধ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রায়হানের বাবা আঃ রহিম, ভাই জাহাঙ্গীর আলম ও আকবর, নিহত মাসুদের পিতা এজাবুল, ফতেপুর ইউপির ২নং ওয়ার্ড সদস্য আফজাল হোসেন, কণ্ঠশিল্পী এআই সবুজ প্রমুখ। পরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত ও নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে মানববন্ধনকারীরা তাদের মানববন্ধন শেষ করেন। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রাতে বিজয় দিবসের অনুষ্ঠানে এ খুনের ঘটনা ঘটে। নিহত মাসুদের পিতা এজাবুল ১৮ ডিসেম্বর রাতে ওই ঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এখন পর্যন্ত ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com