আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফরিদপুরের বোয়ালমারীতে মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে মসজিদের জায়গা দখলের অভিযোগ।

 

মোঃ রফিক
বোয়ালমারী (ফরিদপুর) দৈনিক বাংলার প্রতিনিধি
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ধোপাপাড়া গ্রামের খালপাড়ী জামে মসজিদের জায়গা দখল নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ধোপাপাড়া গ্রামের মৃত আজিজ ফকিরের ছেলে কুবাদ ফকির এবং মৃত মোতালেব ফকিরের ছেলে, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই ফকির, দীর্ঘদিন ধরে মসজিদের জায়গা দখল করে পাকা বিল্ডিং নির্মাণ করেছেন।

এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার তাদেরকে মসজিদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলেও, তারা মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে দখলদারি ছাড়ছেন না। ধোপাপাড়া গ্রামের খালপাড়ী জামে মসজিদটিতে স্থানীয় মুসল্লিরা দীর্ঘদিন ধরে জুম্মার নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আসছে। কিন্তু, সম্প্রতি অভিযোগ উঠেছে যে, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই ফকির এবং তার ভাতিজা কুবাদ ফকির মসজিদের জায়গার কিছু অংশ দখল করে সেখানে একটি টিনের ঘর পাকা বিল্ডিং এবং নোংরা পানির খুলা হাউস নির্মাণ করেছেন। স্থানীয় মুসল্লিদের নামাজ পড়তে সমস্যা হচ্ছে এবং মসজিদের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।এলাকার স্থানীয় মুসল্লি এবং গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে একাধিকবার তাদের সঙ্গে আলোচনা করেছেন,কিন্তু তারা দখল ছেড়ে দেওয়ার কোনো উদ্যোগ নেননি। স্থানীয় জনগণের অভিযোগ,বীর মুক্তিযোদ্ধা, পরিচয় এবং তার প্রভাবের কারণে প্রশাসনের কাছে অভিযোগ করে ও কোনো ব্যবস্থা পাননি।

বীর মুক্তিযোদ্ধা আঃ হাই ফকির এবং তার ভাতিজা কুবাদ ফকির এর কাছে এই অভিযোগের সম্পর্কে জানতে চাইলে তারা ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি না, ক্যামেরার বাইরে। তারা জানান, এই জমি আমাদের পিতার নামে ছিল আমরাই দিয়েছি এবং আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে আসছি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন। আমরা মসজিদের জমি দখল করিনি, বরং এই জায়গা আমাদের দীর্ঘদিনের অধিকার।

মসজিদের জায়গা দখল করা নিয়ে স্থানীয় জনগণ, মসজিদের সভাপতি,মুসল্লি এবং গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে ধর্মীয় স্থান এবং জনগণের অধিকার রক্ষা করা যায়।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com