শহিদুল ইসলাম
আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধি।
আলফাডাঙ্গায়, ৬ (জানুয়ারি)২০২৫ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আলফাডাঙ্গা ইউনিটের উদ্যোগে,
উপজেলার জাবেদ পারভেজ মেমোরিয়াল হাই স্কুলের রেড ত্রিসেন্ট দলের, আয়োজিত ৩ দিন ব্যাপি প্রশিক্ষন ক্যাম্পে মোট ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
শিক্ষার্থী দের রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক ধারণা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
সোসাইটির সহশিক্ষা কার্যক্রমের আওতায় গত ৪ জানুয়ারি শুরু হওয়া, প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয় ৬ জানুয়ারি ২০২৫ । এ প্রশিক্ষণে ফরিদপুর জেলা ও আলফাডাঙ্গা উপজেলা ইউনিটের ৫ জন প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকগণ প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা তাদের পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে আর্তমানবতার সেবায় বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশে রেড ক্রিসেন্ট আন্দোলনের কর্মীরা কিভাবে নিরলস সেবা দিয়ে যাচ্ছে তা তুলে ধরা হয়।
সোমবার বেলা ৩ টায় প্রশিক্ষণের সমাপনী অনষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার আশরাফুজ্জামান, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং প্রয়োজনীয় সবধরণের মানবিক সহায়তা প্রদান করে। এসব মানবিক কর্মকাণ্ডে আমাদের মূল চালিকাশক্তি প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা। দক্ষ যুবশক্তিই আগামীর বাংলাদেশের কাণ্ডারী। একটি দক্ষ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে এ ধরণের প্রশিক্ষণ প্রদান অত্যন্ত জরুরী,
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফরিদপুর ইউনিটের প্রশিক্ষক ফেরদৌস হোসেন( দুলাল), সামিউর রহমান জোহান, হাসান ঠাকুর, আলফাডাঙ্গা ইউনিটের দলনেতা শাওন সরদার ও সহ শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শহিদুল ইসলাম, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রমুখ।
Leave a Reply