আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছেলের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে হাসমত শেখ (৫৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।

শহিদুল ইসলাম ফরিদপুর প্রতিনিধি :

শনিবার (১১ জানুয়ারী) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এরআগে শুক্রবার গভীররাতে উপজেলার সদর ইউনিয়নের ধলাইরচর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত. হাসমত মোল্যা ওই এলাকার মৃত. আয়েনউদ্দীন শেখের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাসমত শেখের ছেলে মাহাবুব শেখের ধলাইরচর চৌরাস্তা এলাকায় একটি চায়ের দোকান আছে। কিন্তু প্রতিদিন সকালে বিলম্ব করে দোকানটি খোলেন ছেলে মাহাবুব। এতে ছেলেকে প্রতিদিন ভোরে দোকান খোলার কথা বলেন বাবা হাসমত শেখ। এই বিষয়টি নিয়ে শুক্রবার রাতে বাবা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা তৈরী হয়। ছেলের ওপর অভিমান করে ওইদিন গভীররাতে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি হিজল গাছের সঙ্গে গলায় ফাঁস নেন বাবা হাসমত শেখ। পরে ভোরে স্থানীয়রা হাসমত শেখকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বার্তা বাজার’কে জানান, প্রাথমিকভাবে ধারণা করছি ছেলের সঙ্গে অভিমান করে বাবা আত্মহত্যা করেছেন। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের অনুরোধে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com