মোঃ রফিক ফরিদপুর (বোয়ালমারী)
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুনবাহা গ্রামের তালতলা বাজারে আজ (১০ জানুয়ারি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ-১ চ্যানেলের সাংবাদিক সিরাজুল ইসলাম মারাত্মকভাবে রক্তাক্ত হন। বর্তমানে তিনি বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
সাংবাদিক সিরাজুল ইসলাম জানান, আমি বোয়ালমারী পৌরসভার গুনবাহা ১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ফরিদ হোসেনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তার কাছে যাই। এ সময় পিছন থেকে কেউ আমাকে রামদা দিয়ে আঘাত করে। আমি একজন সাংবাদিক—আমার উপর এ ধরনের আক্রমণ হবে কল্পনাও করিনি। ঝড়-বৃষ্টি কিংবা দুর্যোগের মধ্যেও আমরা সংবাদ সংগ্রহ করি। কিন্তু এভাবে আক্রমণ হলে আমাদের কাজ করা কঠিন হয়ে পড়ে।
তিনি আরও বলেন, বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা বেশি হামলার শিকার হন, কারণ তাদের গ্রামাঞ্চলে সংবাদ সংগ্রহ করতে যেতে হয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
সংবাদ পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
Leave a Reply