নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আহুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার নাচোল উপজেলার ফতেপুর ইউপি আহুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে ৩দিন ব্যাপী প্রদর্শনী মেলা,খেলাধুলা,শিক্ষ ও গুনি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শনিবার বাদ মাগরিব স্কুুুুুল মাঠে এলাকাবাসী ও আহুড়া যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে এ্যাডঃ মাইনুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের খোকন। বিশেষ অতিথি ছিলেন নাচোল সরকারী কলেজের প্রভাষক শফিকুল আলম, ফতেপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মিজানুর রহমান, সদস্য সচীব আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জুল হোসেন বুলবুল ও ইউপি সদস্য সবুর রহমান প্রমূখ। অনষ্ঠানের প্রধান অতিথির আবু তাহের খোকন বলেন, দেশের উন্নয়নে জন্য সুশিক্ষত জাতি প্রয়োজন। এই শতবর্ষী এই প্রতিষ্ঠান থেকে অনেক আলোকিত মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, ক্রীড়া ,সাংস্কৃতির উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তরুন ও যুব সমাজকে রাষ্ট্র বিনির্মানে কাজ করতে হবে। মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধে তরুন যুবকদের এগিয়ে আসতে হবে। তাহলে অদুর ভবিষ্যৎ এ আমরা আলোকিত নাচোল দেখতে পাবো। এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হওয়ায় তিনি জেলা প্রশাসকের ওপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি অনতিবিলম্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের প্রত্যাহার দাবী করেন। প্রধান শিক্ষক আতিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,“২ব্যাপি অনুষ্ঠানে শুক্রবার কেক কাটা অনুষ্ঠানসহ অন্যান্য কর্মকান্ডে ছিলাম। আজ শনিবার ফতেপুর ইউপির প্রাথমিক শিক্ষকদের একটি অনুষ্ঠান ছিলো সাফিনা পার্কে। আমি সেখানে ছিলাম”। অনুষ্ঠানের সভাপতি ও আহুড়া যুব উন্নয়ন ক্লাবের সভাপতি এ্যাডঃ মইনুল ইসলাম জানান, “স্বল্প পরিসরে অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের আয়োজনে এই শতবর্ষ উৎসব ছিলো। ”
Leave a Reply