শহিদুল ইসলাম
দৈনিক বাংলার নিউজ :ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ডের অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন।
বুধবার ১৫ জানুয়ারি রাতে পৌরসভার হিদাডাঙ্গা চৌরাস্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম রাহানুর রহমান ১৫০ জন শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।কম্বল বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, পৌর যুব দলের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সৈয়দ মিজানুর রহমান দৈনিক বাংলা নিউজকে জানান, ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে নদীর পাশে- তারা অনেক কষ্টে রাতযাপন করেন।উপজেলা প্রশাসনের আয়োজনে আজ কম্বল বিতরণ করা হলো। এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে।
Leave a Reply