শহিদুল ইসলাম
দৈনিক বাংলার নিউজ :ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।এ ক্যাম্পে চোখের ছানি পড়া, চশমা নেওয়া ও চোখের অন্যান্য রোগের জন্য বিনামূল্যে পরামর্শ দেওয়া হয়।
১৮ জানুয়ারি (শনিবার) আলফাডাঙ্গা সদর বাজারের কলেজ রোডে অবস্থিত, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার ও জেনারেল হাসপাতালে, সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১১০ জন চক্ষু রোগীকে সেবা প্রদান করে।
এ চক্ষু সেবা ক্যাম্পে, ডা: শিবু দেব (সায়মন) (এম,বি,বি,এস,পি,জি,টি) মেডিসিন গাইনি মা ও শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে,এ চিকিৎসা সেবা সম্পন্ন হয়।
এ সময় ৩০ জন রোগী কে চক্ষু অপারেশনের জন্য চিহ্নিত করে জরুরী অপারেশনের পরামর্শ দেয়া হয়। ক্যাম্প চলাকালীন সময়ের উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফরিদপুর জেলার, আলফাডাঙ্গা উপজেলার R,C,Y মোঃ শহিদুল ইসলাম ও আরমানুজ্জামান রাজু প্রমুখ।
Leave a Reply