নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিখোঁজ কিশোরের সন্ধান পাওয়া গেছে। ৭ফেব্রুয়ারী দিবাগত রাত ৯টা ৫০মিনিটে গোপন তথ্যের ভিত্তিত্বে কিশোরের মাসহ পরিবারের লোকজন মাইক্রোযোগে রাজশাহীর কাশিয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মোড়ে উপস্থিত হয়। পরে নিখোঁজ কিশোর সাওয়াল আক্তার পিয়ার মনি (১৯)মোবাইল ফোনে কল করলে তার ফোনটি গ্রামীন ট্রাভেলস এর সংলগ্ন জায়গায় রিংটোনটি বেঁজে উঠে। তাৎক্ষনিক তার মাসহ অন্যান্যরা তাকে সেখান থেকে নাচোল থানা নিয়ে আসলে অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম তাকে বাড়ী নিয়ে যেতে বলেন এবং তাকে মানুষিকভাবে কাউন্সিলিং করতে বলেন। সাওয়ালের মা আক্তারা খাতুন জানান, আমার ছেলে ০২/২/২৫ইং তারিখ থেকে নিখোঁজ ছিলো। এমন কি তার ব্যবহৃত মোবইল নম্বরটি বন্ধ পায়। তাকে খুঁজে পাবার পর জানতে পারি, আমার ছেলে মোবাইল মাধ্যমে ভারতীয় এক নারীর সাথে প্রেমের সম্পর্কের জেরে সূর্য্যপুর গ্রামের জামিরুল ইসলাম জমুর নিকট ১০হাজার টাকায় মোটর সাইকেল বিক্রি করে চোরাই পথে ভারত যাওয়ার চেষ্টা করছিলো। আমরা জানতে পেরে তাকে কাশিয়াডাঙ্গা থেকে বাড়ী নিয়ে আসি।
Leave a Reply