চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা হেকেম (বাংলাদেশ) লিমিটেড কোম্পানি কর্তৃক পরিবেশক পিকনিক ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি (সোমবার) দিনব্যাপী সাফিনা পার্কে মিলনমেলা অনুষ্ঠিত হয়।
রিজিওনাল সেলফ অ্যান্ড মার্কেটিং ম্যানেজার পার্থ সারথী বিশ্বাস এর সঞ্চালনায় ও ফাহমিদা আজম ট্রেডার্স এর স্বত্বাধিকারী রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেকেম বাংলাদেশ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার কৃষিবিদ দেবাশীষ ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিজিএম কৃষিবিদ মাহাবুব হাসান, জোনাল ম্যানেজার কৃষিবিদ আবু নাইম মো: আমিনুল ইসলাম প্রমূখ।
মিলনমেলায় মধ্যাহ্ন ভোজ শেষে আলোচনা সভা, পরিবেশক এর শিশুদের মাঝে খেলাধুলা ও র্যাফেল ড্র আয়োজন করা হয় ও পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply