চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়ায় বাসা বাড়ির তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে,এই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায় ১০ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার আনুমানিক সকাল ১১ টায় এই চুরির ঘটনা ঘটে, ভুক্তভোগী মোঃ হিমেল বলেন আমি এবং আমার স্ত্রী আমরা দুজনেই সকাল ৯ টায় আমাদের চাকরির উদ্দেশ্যে বাসা থেকে বের হই এবং আমার আব্বা সকাল সাড়ে দশটায় চা খাওয়ার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হয় বাসা একদম খালি ছিল এবং সকল দরজায়ই তালা দেওয়া ছিল,এরপরে দুপুরে বাসায় এসে দেখি আলমারির তালা ভাঙ্গা এবং আটভরি স্বর্ণের গহনা ও এক লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে ,এইটা দেখার পরে আমরা শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি , ভুক্তভোগী পরিবার ধারণা করে বাসার পেছনের পেয়ারা গাছ বেয়ে চোর বাড়ির মধ্যে ঢুকে চুরি করেছে, গ্রামবাসী দুইজন মহিলার কাছ থেকে জানা যায় চুরি হয়ে যাওয়া বাসার পিছনে দুইজন সন্দেহভাজন মহিলাকে ঘন্টা বাপি দাঁড়িয়ে থাকতে দেখা যায়,এ অবস্থায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন, এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া বলেন চুরির অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply