শহিদুল ইসলাম
দৈনিক বাংলার নিউজ : ফরিদপুর প্রতিনিধি।
আলফাডাঙ্গায়, ১০ ফেব্রুয়ারি ২০২৫ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আলফাডাঙ্গা ইউনিটের উদ্যোগে,
উপজেলার বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের রেড ত্রিসেন্ট দলের, আয়োজনে ৩ দিন ব্যাপি প্রশিক্ষন ক্যাম্পে ৫৩ শিক্ষার্থী অংশগ্রহন করে। এ প্রশিক্ষণের মাধ্যমে
শিক্ষার্থীদের রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক ধারণা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
সোসাইটির সহশিক্ষা কার্যক্রমের আওতায় গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয় ১০ফেব্রুয়ারি ২০২৫ ।
এ প্রশিক্ষণে ফরিদপুর জেলা ও আলফাডাঙ্গা উপজেলা ইউনিটের ৪ জন প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকগণ প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা তাদের পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে আর্তমানবতার সেবায় বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশে রেড ক্রিসেন্ট আন্দোলনের কর্মীরা কিভাবে নিরলস সেবা দিয়ে যাচ্ছে তা তুলে ধরা হয়।
সোমবার বেলা ৩ টায় সমাপনী অনষ্ঠানে উপস্থিত ছিলেন, বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফরিদপুর ইউনিটের প্রশিক্ষক ফেরদৌস হোসেন( দুলাল) ও আশরাফুল রহমান , আলফাডাঙ্গা ইউনিটের সহ শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শহিদুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংক আলফাডাঙ্গা শাখার সিনিয়র ম্যানেজার মোঃ শাহ আলম, RCY মোহাম্মদ শিশির আহমেদ জয় প্রমুখ।
Leave a Reply