শহিদুল ইসলাম
দৈনিক বাংলার নিউজ( ফরিদপুর প্রতিনিধি)
মাসব্যাপী অসহায় নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কর্মসূচি নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফরিদপুর জেলা ইউনিট। তারই ধারাবাহিকতায় আলফাডাঙ্গা উপজেলার এক ঝাঁক মানবসেবী রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক কর্মীরা মাহে রমজানের ইফতার বিতরণ করেছেন।
১৮ মার্চ (মঙ্গলবার) উপজেলার ২৫০ শয্যা আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের অসুস্থ রোগী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ভাসমান লোকজন, দরিদ্র, পঙ্গু সুবিধাবঞ্চিত, রিকশাচালক রোজাদারদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবিদ হোসেন,অধ্যাপক ডা:শেখ নাজমুল হাসান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আলফাডাঙ্গা উপজেলা টিম প্রদান নয়ন হোসেন, উপদলো নেতা শাওন সদ্দার, প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান শহিদুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রশাসন প্রধান আরমানুজ্জামান রাজু, RCY শিশির আহমেদ জয়, নয়ন, প্রমখ।
এ বিষয়ে ফরিদপুর জেলা যুব প্রধান দৈনিক বাংলার নিউজকে জানান, অসহায়দের সহযোগিতা করার লক্ষ্যে বিভিন্ন উপজেলায় আমাদের এই ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে। মানবতার কল্যাণে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে সেবা কার্যক্রম পরিচালনা করতে সদা প্রস্তুত। প্রতিবারের ন্যায় আমরা রমজান মাস জুড়ে এই কার্যক্রম অব্যাহত রাখব।
Leave a Reply