আজ ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগনকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব‍্যবসায়ী আব্দুল আওয়াল

বিশেষ প্রতিনিধি :

পবিত্র মাহে রমজানের শেষে এলো খুশির ঈদ। এ আনন্দ বয়ে আনুক সকল মানুষের ঘরে ঘরে। শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতর শুভেচ্ছা জানিয়েছেন, বিশিষ্ট ব‍্যাবসায়ী ও সমাজসেবক আব্দুল আওয়াল।

এক শুভেচ্ছা বার্তায় আব্দুল আওয়াল বলেন,,এক মাস রোযা রেখে সিয়াম পালন মানুষকে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মুত্তাকি হিসেবে গড়ে তুলে। এর আলোকে নিজেকে পরিচালিত করার দীপ্ত শপথ নিতে হবে। আত্মশুদ্ধির মাস রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাবো ঈদুল ফিতরে মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রিতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।

তিনি আরো বলেন, ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও মুসলমানদের ঐক্যের বন্ধন শক্তিশালী করে। জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনা এমনকি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক এবারের পবিত্র ঈদুল ফিতরের আনন্দের আমেজ এবং ঐকান্তিক কামনার প্রার্থনা। বাংলাদেশর মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com