চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বাংলাদেশ জামায়াতী ইসলামী ৬ নং রানীহাটি ইউনিয়ন শাখার উদ্যোগে দেলোয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত ও শিক্ষা সফরের উদ্দেশ্য ৭-৪-২০২৫ সোমবার ১২:১০ মিনিটে দুইটি বাস রওনা দেন, বাস দুইটি রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে দূর্ঘটনার কবলে পড়েন। জানা যায় একটি ডাম ট্রাক পেছন থেকে বাস দুটিকে ধাক্কা দিলে একটি বাস সড়কের পাশে পুকুরে উল্টে যায় এবং অপরটি সড়কের পাশে ঘুরে যাই। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধারে এগিয়ে আসেন,দুর্ঘটনায় নাসিম,মিজানুর ও জুয়েল নামে তিনজন জামাতের কর্মী নিহত হন।এছাড়া আরও ১৫ থেকে ২০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়,এ সময় দুর্ঘটনা কবলিত স্থানে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা অংশ নেন।
Leave a Reply