মোঃ হাসিবুল হাসান আলফাডাঙ্গা প্রতিনিধি:
ফরিদপুরের উপজেলা আলফাডাঙ্গা উপজেলা
ধীন রুদ্র বানা মধুমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলাধীন হেলেঞ্চা (পরানপাড়া) গ্রামের আবুল কালাম এর ছেলে ড্রেজার মালিক রাসেল মিয়া দোষী সাব্যস্ত হওয়ায় ৬/৪/২০২৫ তারিখে
বালুমহল ও মাটিব্যবস্থাপনা আইন, যে অপরাধে দোষী সাব্যস্ত্র হওয়ায় ১৫ (১) ধারায় ২,০০,০০০/- (দুইলক্ষ) টাকা জরিমানা ও ড্রেজার জব্দ পাশাপাশি রুদ্র বানা মধুমতী নদী পাশে অবস্থিত ৩ টি বালুর চাতাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল।
মামলা নং ১/২০২৫
অাটককৃত টলি মালিক রুদ্র বানা গ্রামের অহিদুজ্জামান কে অবৈধ টলি গাড়ীতে অবৈধভাবে বালু বহন করায় তাকে পৃথক ভাবে আরেকটি মামলায় ২ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৩টি টলি গাড়ী জব্দ করা হয়েছে।
Leave a Reply