আজ ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ

 

শহিদুল ইসলাম
দৈনিক বাংলার নিউজ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল-ও সমাবেশ হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টার পর থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে
শহরের গুরুত্বপূর্ণ স্থানে এসে বিক্ষোভ সমাবেশ হয়।
এতে ইমাম-ওলামা, মসজিদের মুসল্লিসহ সাধারণ জনগণ এবং বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় তারা নারায়ে তাকবির, আল্লাহু আকবর, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিনে হামলা কেনো, জাতিসংঘ জবাদ দে-ইত্যাদি স্লোগানে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে যায়।

সমাবেশ গুলো থেকে ফরিদপুর সদর, আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী, সালথা, নগরকান্দা, চরভদ্রাসন, ভাঙ্গা,ও সদরপুরের বিক্ষোভকারীরা ইসরায়েলের সব পণ্য বয়কটের ঘোষণা দেন।
গত রোববারের (৬ মার্চ) নিহতের সংখ্যাসহ গত অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ভূখণ্ডটিতে প্রাণহানি প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় কমপক্ষে ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন। তবে সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com