আজ ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট ফরিদপুর ইউনিটের পদভারে মুখর পাহাড়ি কন্যা রাঙ্গামাটি।

 

শহিদুল ইসলাম
দৈনিক বাংলা নিউজ ফরিদপুর প্রতিনিধি।

পাহাড়, লেক ও প্রাকৃতিক সৌন্দর্যের কোলে বৈচিত্র সংস্কৃতির বিভিন্ন জাতি-গোষ্ঠির বসবাসরত পাহাড়ি কন্যা পর্যটন শহর রাঙ্গামাটি, এখন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফরিদপুর জেলা ইউনিটের পদভারে মুখরিত।

রাঙ্গামাটির হোটেল-মোটেলসহ বিভিন্ন রিসোর্টে প্রায় ৯৫ ভাগই বর্তমানে খালি রয়েছে বলে জানিয়ছেন হোটেল মোটেল মালিকরা। শুধু রাঙ্গামাটি নয় জেলার বাঘাইছড়ি উপজেলার মেঘের রাজ্য সাজেকও এখন পর্যটকের আগমন অপরিপূর্ণ।
ঠিক সেই সময় শান্তি, সমৃদ্ধির পাহাড়ী জনপদে রাঙ্গামটিতে পর্যটক হিসাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফরিদপুর জেলা ইউনিটির আগমন। জেলার কাপ্তাই, বিলাইছড়ি, রাজস্থলীর উপজেলা সংলগ্ন সীমান্ত সড়কসহ বিভিন্ন উপজেলা এবং জেলা শহরের পর্যটন ঝুলন্ত ব্রীজ, পুলিশ বিভাগ পরিচালিত সুখী নীলগঞ্জ ও পলওয়েল পার্ক, ডিসি বাংলো, কাপ্তাই পড হাউজ, নানিয়ার উপজেলার বুড়িঘাটের বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের স্মৃতিসৌধ, রাজবন বিহার, কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা, রাঙ্গা দ্বীপ, পেদা টিং টিং, টুকটুক ইকো ভিলেজ, বার্গী লেক, ডিভাইন রিসোর্ট, বেড়াইন্ন্যাসহ কাপ্তাই লেকের পাড়ে গড়ে উঠা বিভিন্ন পর্যটন স্পটে এখন R C Y সদস্যরা। যুব প্রধান আমিনুল ইসলাম হৃদয়ের পরিচালনায়, প্রায় অর্ধশতাধিক সদস্য পাহাড়ের নির্মল প্রাকৃতিক এ সৌন্দর্য উপভোগ করছেন মনের আনন্দে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com