শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য বর্ষবরণে গরু-মহিষের গাড়ির অংশগ্রহণে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ, গম্ভীরা-সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠি-সাপ খেলা ও দেশীয় খাবারের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনুসহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply