আজ ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

 

বাহাউদ্দীন তালুকদার :
রাজধানীর মিরপুরের গাবতলী মাজার রোড এলাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলা অ্যাফেয়ার্স নিজস্ব প্রতিবেদক আব্দুস সালাম মিতুন ও মাল্টিমিডিয়া রিপোর্টার এস এম আর শহীদ।

শুক্রবার (১১ এপ্রিল ২৫) সকাল ১২ টায় মাজার রোডের লালকুটির ‘জলিল স মিল’ এ এই ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সাংবাদিক আবদুস সালাম মিতুল বাদী হয়ে দুপুরে চারজনের নাম উল্লেখ সহ ১৫/২০ জনকে বিবাদী করে দারুসসালাম থানায় অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সাংবাদিক নেতারা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন তারা।

দারুস সালাম থানার অভিযোগের ভিত্তিতে জানা যায়, বিবাদী ১। মোঃ রতন (৫৫), ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয় দেয়)। ২। মোঃ সেলিম (৫০), ৩। মোঃ খালেক (৫৫), ৪। মোঃ মালেক (৪৮), সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন। হাবিবা আফরোজ নামে জনৈক একজনের ফোন কল পেয়ে জমি জমা ও ওয়ারিশী ভাগ বাটোয়ারা থেকে বঞ্চিত হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহের জন্য অদ্য ১১/০৪/২০২৫ইং তারিখ আনুমানিক দুপুর ১২.০০ ঘটিকার সময় ১৩/বি/ই, লালকুঠি, থানা- দারুস সালাম, ঢাকা-১২১৬ এ গেলে ১নং বিবাদী নিজেকে ১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে সঙ্গীয় বিবাদীদের সাথে নিয়ে সাংবাদিক আবদুস সালাম মিতুল ও এস এম আর শহিদ’কে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে এলো পাথারি কিল ঘুষি দেশীয় লাঠি শোঠ্য দিয়ে হামলা করে। ১ ও ৩নং বিবাদী গালের বাম পাশে ঘুষি মেরে নিলা ফুলা যখম ও লাঠি দিয়ে বাম কাদে স্বজোরে আঘাত করে। এছাড়াও ভবিষ্যতে জানে মেরে ফেলার জন্য বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি প্রর্দশন করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত সাংবাদিকদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক। এ হামলার নিন্দা জানাই। দ্রুত হামলাকারী ও হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি করেছেন তিনি।

আহত দুই সাংবাদিক বলেন, জমি জমা ও ওয়ারিশী ভাগ বাটোয়ারা থেকে বঞ্চিত হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছি। আমরা কারো পক্ষে-বিপক্ষে যাওয়ার প্রশ্নই উঠে না। সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হুকুমে হামলার শিকার হয়েছি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মনির বলেন, সাংবাদিকদের হামলার সত্যতা পেয়েছি। দ্রুত আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দারুসসালাম থানার ওসি (তদন্ত) মাহাবুব মোর্শেদ খান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযোগ হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com