মো: আব্দুল আওয়াল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পূর্ব শত্রুতার জেরে শিবগঞ্জে এক কৃষকের কাটিমন জাতের আম গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। কৃষক শিবগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১০টার সময় পৌরসভার পিঠালিতলা গ্রামে এ ঘটনা ঘটে।
জমিতে ৪০ টি কাটিমন জাতের আম গাছ লাগিয়ে ছিলেন। মো: আশিক আলী ও তার বাবা আবুল কালাম। পিঠালিতলা গ্রামের বিবাদী মো: সোনু আলী (৫০) ও মো : বাদল আলী (৫৫) সহ অজ্ঞাত নামা করে পাঁচ ছয় জনকে অভিযোগ করা হয়। এতে প্রায় ২ লক্ষ্য ৫০ হাজার টাকা ক্ষতি হয় বলে দাবি করেন মো: আশিক আলী। অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তাদের কাউকে পাওয়া যায়নি। একই গ্রামের স্থানীয় বাসিন্দা ওবায়দুল ইসলাম বাবু বলেন তাদের পূর্ব শত্রুতা জের ধরে ৪০ টি কাটিমন জাতের আম গাছ কেটে ফেলেছে, সোনু ও বাদল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যাতে করে এই রকম ঘটনা আর ভবিষ্যতে কেউ না করতে পারে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : গোলাম কিবরিয়া বলেন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Leave a Reply