আজ ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী নাইম আলীর বিরুদ্ধে। এ নিয়ে মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ।
মঙ্গলবার (২২এপ্রিল) সকালে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী উপজেলার ছত্রাজিতপুর বিলপাড়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে সালমা খাতুন (২৫)। অভিযোগে বলা হয়, গত ২০২৩ সালে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ভিুখু মড়লের ছেলে নাইমের সাথে ছত্রাজিতপুর ইউনিয়নের ছত্রাজিতপুর বিলপাড়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে সালমা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ১৮মাসের একটি পত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্নভাবে স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন নাইম। এক পর্যায়ে ২২ এপ্রিল স্বামী নাইম আলী, ভিখু মড়ল, মুলিকা বেগম, মৌসুমি খাতুন সবাই যোগ সাজস করিয়া যৌতুকের টাকার জন্য  পিটিয়ে মাথায় রক্তাক্ত জখম অবস্থায় করে, খবর পেয়ে সালমার পিতা মাতা ও স্থানীয়দের সহযোগিতায় তাদের মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্বামী নাইমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেনি। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com