আজ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে  সুবিধপা ভোগী কার্ডের  প্রলোভন দেখিয়ে  ১০ লাখ টাকা হাতিয়ে নেয়া  নারী আটক

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: শিবগঞ্জে প্রতারণার ফাঁদে ফেলে  অসহায় নি:স্ব নারীকে মাতৃত্বকালীন ও বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার নামে  কটকতারা (৩০) নামে এক নারীর বিরুদ্ধে  ১০/১২ লাখ টাকা  হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা  হয়েছে। পুশির ্ওই প্রতারক নারীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।ঘটনাটি জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামে। গত ১১ মে ২০২৫ খ্রী:তারিখে শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো:আশরাফুল হকের স্বাক্ষরিত এজাহার সূত্রে জানা গেছে শাহাবাজপুর ইউনিয়নের নলডুবরী হঠাৎ পাড়া গ্রামের মৃত জুয়েল আলির মেয়ে ও মনিরুল ইসলামের স্ত্রী কটকতারা বেগম(৩০)  ০১/০১-২০২২ খ্রী: তারিখ হতে ০১/০১/২০২৫ খ্রী: তারিখ পর্যন্ত  একই ইউনিয়নের ধোবড়া গ্রামের  অনেকগুলো অসহায়ও নি:স্ব নারীদেরকে মাতৃত্বকালীন ও বয়স্কভাতার কার্ড  করে নেয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ১০/১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তথ্য অনুসন্ধানে গত ১১/০৫/২০২৫খ্রী: তারিখে ধোবড়া গ্রামের জান্নাতি বেগম,মালা বেগম, আয়েশা বেগমসহ আরো অনেক প্রতারণার শিকার নারীদের সহায়থায় তাকে  সনাক্ত করি। এ সময় থানা পুলিশকে সংবাদ দিলে তাকে গ্রেফতার  করে জেলা কারাগারে পাঠিয়েছে। তবে সরজমিনে ঘটনা স্থলে গিয়ে তারনার শিকার ধোবড়া গ্রামের  মালা বেগম, জান্নাতি বেগমসহ প্রায় প্রায় প্রায় ১৫/২০জন নি:স্ব ও অসহায় মহিলা জানান  মাতৃত্বকালীন  ও বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার প্রলোভন দেখিয়ে শাহাবাজপুর ইউনিয়নের নলডুবুরী হঠাৎপাড়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী কটকতার বেগম দীর্ঘ দিন যাবত আমাদের মত শাহাবাজপুর ও ধাইনগর ইউনিয়নের  প্রায় ৭০জনে নিকট হতে  জন প্রতি চার হাজার থেকে ২০ হাজার  টাকা পর্যন্ত  মোট প্রায় ১০ লাখ টাকা আত্মসাত করেছে। আমরা যতবার খোঁজ করি ততবারই শুধু প্রতিশ্রæতি দেয় যে অল্প কিছু দিনের মাধ্যেই  হয়ে যাবে।  তবে প্রতারক কটকতারার ভাষ্যমতে এঘটনায় শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর আশরাফুল হকের সংশ্লিষ্টতা রয়েছে । তবে, তিনি আশরাফুল হক বলেন আ মি ওই নারীকে কোন দিন চোখে দেখিনী ও তাকে চিনি না। তার সাথে আমার সংশ্লিষ্টতা নেই।  এব্যাপারে  উপজেলা মহিলা বিষয়ক অফিসার উম্মে সুমাইয়া জানান শিবগঞ্জ মহিলা বিষয়ক অফিসের কেউ এধরনের  অনিয়ম বা দূর্নীতির সাথে জড়িত নেই। তিনি আরো বলেন আশরাফুল  হকের বিরুদ্ধে এর পুর্বে কেউ কোন  অভিযোগ করেনি।তিনি আরো বলেন আমরা অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছি। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী বলেন, আমি সংবাদ  পেয়ে ঘটনা স্থলে গিয়ে  ওই প্রতারক নারীকে আটক করে আইনী ব্যবস্থার মাধ্যমে পুলিশের হাতে সোপর্দ  করা  হয়েছে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com