শিবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪মে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী । এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ,ডাক্তার কামাল,টি এইচ ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,শিবগঞ্জ থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার উম্মে সুমাইয়া চেয়ারম্যানগণসহ স্থানীয় স্কুল-কলেজের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতারকচক্রের প্রতারণার বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা হয়। সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ বলেন আমার পরিচয় দিয়ে কোন দুষ্ট চক্র ও প্রতারক কোন অন্যায্য দাবি বা অর্থ দাবি করলে। এ বিষয়ে সকলে সতর্কতা অবলম্বন করবেন। যেকোন সন্দেহে সরাসরি উপজেলা ভূমি অফিসে/সহকারী কমিশনার (ভূমি) এর অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে বলেন। সকলের সম্মিলিত সচেতনতার মাধ্যমে প্রতারকচক্রকে প্রতিহত করতে হবে ও কানসাট সহ শিবগঞ্জের আম কেন্দ্রীক যানজট,অবৈধ স্থাপনা, পানি নিস্কাসন, মাদক, বাল্য বিয়ে নিয়ে আলোচনা করা হয় ।
Leave a Reply