শিবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তীব্র রোদের মধ্যেও জীবন-জীবিকার জন্য রাস্তায় থাকা স্বল্প আয়ের রিকশা ও ভ্যানচালকদের কিছুটা স্বস্তি দিতে গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি আয়োজন করে ক্যাপ বিতরণ কর্মসূচি।
সোমবার (২ জুন ) সকালে শিবগঞ্জ উপজেলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ ও নির্দেশনা দেন শিশু-কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ এবং গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির প্রধান উপদেষ্টা ডা. মো. মাহফুজ রায়হান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির পরিচালক আলমগীর জয়, নারী উদ্যোক্তা শামিমা, সিনিয়র অ্যাডমিন মোস্তফা আলী, সিনিয়র মডারেটর রাকিবুল ইসলাম, এবং মো. খাদিমুল ইসলামসহ সংগঠনের অন্যান্য অ্যাডমিন, মডারেটর ও স্বেচ্ছাসেবকরা।
এই ক্যাপ বিতরণ কর্মসূচির মাধ্যমে গ্রীষ্মের প্রচণ্ড রোদে ঘাম ঝরানো শ্রমিক শ্রেণির মানুষের মুখে একটুখানি হাসি ফোটাতে চেয়েছেন আয়োজকরা।
গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির পক্ষ থেকে জানানো হয়, মানবকল্যাণমূলক এ ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
Leave a Reply