নরসিংদী প্রতিনিধি :
সোমবার সকালে নরসিংদী রেসিডেন্সিয়াল হাইস্কুল এন্ড হোমস্-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণিল আয়োজনে “ফল উৎসব -২০২৫”আয়োজন করা হয়েছে । শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টির গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ রাশেদ হোসেন চৌধুরী।
ফল উৎসবে উদ্বোধন ঘোষণা করেন নকশিস এর সভাপতি ড. মশিউর রহমান মৃধা।
এই সময় ফল উৎসবে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন নরসিংদী মডেল কলেজ অধ্যক্ষ কামরুল ইসলাম, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান, মোতাহার হোসেন অনিক, নকশিস এর সাধারণ সম্পাদক, তোফাজ্জল হোসেন, নরসিংদী উদয়ন কলেজ
এর অধ্যক্ষ হাসিবুর রহমান অনিক সহ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে ফলভিত্তিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
Leave a Reply