আজ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

 

এস এম আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার:
কয়েকটি অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ফয়জুর রহমান।

সোমবার (২ জুন ) বিকালে শার্শার বাগআঁচড়া প্রেসক্লাবে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে ফয়জুর রহমান বলেন,কয়েকটি অনলাইন পোর্টাল ও ফেইসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়। ভিত্তিহীন এসব সংবাদের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন,‘আমার বিরুদ্ধে বলা হয়েছে আমি নাকি শংকরপুর ইউনিয়নের নায়ড়া গ্রামের কবরস্থানের জমি জোরপূর্বক দখল করেছি। এটা মিথ্যা ও বানোয়াট। কেবল কিছু স্বার্থান্বেষী মহল ও রাজনৈতিক প্রতিপক্ষ তাদের হীন রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং আমি ও আমার প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের অপবাদমূলক সংবাদ পরিবেশনে সহায়তা করছে।’

সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন,গত ১৭ বছর আমি প্রায় অসংখ্য মামলার আসামি হয়েছি। কয়েক বার জেল খেটেছি,মার খেয়েছি।আমার এলাকার মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত ছিলো,আমি আমার নেতাদের সহযোগিতায় চেষ্টা করছি তাদের অধিকার গুলো ফিরিয়ে দিতে। কিন্তু উল্টো আমার বিরুদ্ধেই অপপ্রচার কেন?

ফয়জুর রহমান আরও বলেন,আমি নায়ড়া গ্রামের কামরুজ্জামানের কাছ থেকে ৫ শতক জমি ক্রয় করেছি।যে জমির পরে আরো ৫ শতক ওই মালিকের বেড়া দেওয়া আছে এবং বেড়া দেওয়া ওই জমির পরে ৪ শতক কবরস্থান রয়েছে।যে জমিটা কবরস্থানের নামেই রেকর্ড আছে।এখন একটি কুচক্রী মহল কবরস্থানকে পূঁজি করে আমার নামে রটাছে আমি নাকি কবরস্থানের জমি দখল করেছি।এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি আমার নেতাদের নির্দেশে যখন মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছি তখন লুটতোরাজদের গাত্রদাহ শুরু হয়েছে এবং তারা আমাকে হেউ প্রতিপন্ন করার জন্য আমার বিরদ্ধে সংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে এমন অপপ্রচারে লিপ্ত হয়েছেন।

এ সময় জমির বিক্রেতা জহির উদ্দীন,শংকরপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com