আজ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনামসজিদ স্থলবন্দর ১০ দিনের ছুটি আমদানি-রপ্তানি বন্ধ 

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা. আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরের যাবতীয় কার্যক্রম আগামী  ১০ দিন বন্ধ থাকবে। ফলে  আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত এ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে বলে যৌথভাবে জানিয়েছে সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। সূত্র জানায়, ঈদের আনন্দ কর্মীদের সঙ্গে ভাগাভাগি করতে এবং তাঁদের পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত  নেওয়া হয়েছে। এ সময়ে বন্দর এলাকার সব ধরনের আমদানি-রপ্তানি ও ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) কার্যক্রম বন্ধ থাকবে।সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব মো. একরামুল হক বলেন, সকল পক্ষের সুবিধা ও ঈদের তাৎপর্য বিবেচনায় নিয়েই আমরা এ সিদ্ধান্ত  গ্রহণ করেছি।  পানামা পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, ৫ থেকে ১৪ জুন পর্যন্ত  আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে, যাতায়াতে কোনো সমস্যা হবে না। আগামী ১৫ জুন (রবিবার) থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com