আজ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে  ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষ. নিহত এক.আহত পাঁচ

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:শিবগঞ্জে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে  ছয় জুন শুক্রবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের পুসকিনী পাহাড় নামক স্থানে। নিহত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে আহতরা হলো  শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের  রুবেলের ছেলে সজিব(১৮), পার ঘোড়া পাখিয়া  গ্রামের  ফারুক আহম্মেদের ছেলে আল আমিন(২০)শিবগঞ্জে পৌরসভাধীন পিঠালীতোলা গ্রামের শাহাবুল ইসলামের ছেলে রবিউল ইসলাম(১৩) গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের আহসানের ছেলে জাহিদ হোসেন(২২) ও একই গ্রামের  গোলাম রাব্বানীর  ছেলে আসিব। স্থানীয় সূত্রে জানা গেছে  ছয় জুন শুক্রবার বেলা ১১টার দিকে  পুসকিনী  পাহাড় নামক স্থানে চলন্ত অবস্থায় ট্রাক ও অটোর মুখোমুখো সংঘর্ষে হলে গুরুতর আহত অবস্থায় ছয় জন কে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত ডাক্তার  অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহতদের   রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে।আহতদের  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। থানায় জিডি করার  প্রস্তুতি চলছে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com