শহিদুল ইসলাম :ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ -২৮ তফসিল ঘোষণা হয়েছে আজ
১২ জুন বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. খোশবুর রহমান খোকন বাজার ব্যবসায়ী ও সম্ভাব্য প্রার্থীদের মাঝে এ তফসিল ঘোষণা করেন।
এ নির্বাচনে ৪ টি পদে ভোট গ্রহণ করা হবে ।
সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ। বাকি পদগুলো নির্বাচিত কমিটি, নির্বাচন কমিশন ও উপদেষ্টা মণ্ডলীর সমন্বয়ে নির্ধারিত হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার আরো জানান এ নির্বাচনে সকল প্রার্থীকে নির্বাচনী জামানত জমা দেওয়ার সময় অগ্রিম ৩ বছরের চাঁদা পরিশোধ করে নির্বাচনে অংশ নিতে হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৫ জুন থেকে ১৬ জুন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।
মনোনয়নপত্র জমা প্রদানের শেষ সময় ১৯ জুন বেলা ২টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২১ জুন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন সকাল দশটা থেকে বেলা ২টা পর্যন্ত এবং বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ২৬ জুন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
আলফাডাঙ্গা সরকারি আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয়ে ১৯ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হারুনার রশীদ, নিত্য গোপাল মণ্ডল, আরিফুর রহমান বাচ্চু, প্রকাশ কুমার কুণ্ডু ও মো. শাহিদ বিশ্বাস আওয়াল ফকির, এ ছাড়া বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
Leave a Reply