শিবগঞ্জ প্রতিনিধি :
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের আম কিনতে আগ্রহ প্রকাশ করেছেন আলজেরিয়া। শুক্রবার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার আহসান হাবিব নামের এক চাষীর আম বাগান পরিদর্শনে এসে এ আগ্রহ প্রকাশ করের ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।
আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি জানান, চাঁপাইনবাবগঞ্জের আম বাগান পরিদর্শনে এসে ভালো লাগলো। আমরা এখানকার আম ক্রয় করতে চাই। এছাড়াও চাষীদের আম রক্ষায় কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে এ জেলায়। ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে আম প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করবে আলজেরিয়া এমন মন্তব্যও করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, আম চাষী আহসান হাবিব, এনামুল হক স্বপন, মাসুদ আলী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমনসহ অন্যরা।
Leave a Reply