আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার:১

 

নিজস্ব প্রতিবেদকঃ

আজ ২৭ জুন ২০২৫ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়াড়মানিকচক গ্রাম হতে একজন মাদক কারবারিকে ৫০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ নাজিমুল হোসেন (৩৭)। মোঃ নাজিমুল হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড়মানিকচক গ্রামের মোঃ আতাউর রহমানের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার জনাব মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ এম এ কুদ্দুস ফোর্স-সহ আজ ২৭ জুন ২০২৫ খ্রি. রাত ০৩:০৫ টায় গোদাগাড়ী থানাধীন ট্যাগপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন ৯নং চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক গ্রামস্থ অভিযুক্তের বসতবাড়ীতে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ এম এ কুদ্দুস ফোর্স-সহ আজ ২৭ জুন ২০২৫ খ্রি. রাত ০৩:২০ টায় অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০৩:৩০ টায় গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্ত মোঃ নাজিমুল হোসেনের বসতবাড়ীর পূর্ব দুয়ারী শয়ন কক্ষে রাখা খাটের তোশকের নিচে হতে একটি কালো পলিথিনে মুখবন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, হেরোইন উদ্ধারের ঘটনায় অভিযুক্ত গোদাগাড়ীর মাদককারবারি মোঃ জয়নাল নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com