এস এম আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার:
শার্শার বাগআঁচড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রিস্টান সার্ভিস সোসাইটি (সিএসএস)এর উদ্যোগে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রুবার (২৭ জুন) সকাল ৯ টায় সংস্থাটির প্রতিষ্ঠাতা রেভারেন্ট পল মুন্সীর স্মরনে বাগআঁচড়া ব্রাঞ্চ ঘোষপাড়ায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিজ্ঞ ডাঃ নাফিসা পারভীনের মাধ্যমে শতাধিক রোগীর বিনামূল্যে রোগ নির্ণয় করে মেডিসিন ও সেবা সামগ্রীসহ ওষুধ বিতরণ করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কায়বা বাইকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজাউল ইসলাম, বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেলিম আহম্মেদ ,সিএসএস বাগআঁচড়া ব্রাঞ্চের ম্যানেজার আব্দুল্লাহ মুস্তাফিজ, সিএসএস বাগআঁচড়া ব্রাঞ্চের অফিস স্টাফ এসএম তুহিবুর রহমান,শান্তনু মন্ডল,সজিব কুমার,রুপক বিশ্বাস প্রমূখ।
বাগআঁচড়া ব্রাঞ্চের ম্যানেজার আব্দুল্লাহ মুস্তাফিজ বলেন, ‘সিএসএস সবসময় সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠির পাশে থাকার চেষ্টা করে। তারই অংশ হিসেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। গ্রামের দরিদ্র মানুষ, যারা নানা ধরণের শারীরিক সমস্যায় ভুগছেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। আমরা চাই তারা যেন বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারেন। আমাদের উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও আমরা এ ধরণের সেবা কার্যক্রম চালিয়ে যাব বলে তিনি জানান।
Leave a Reply